নিজস্ব প্রতিবেদক:“ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। চলবে ১০ ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস পর্যন্ত। বিশে^র বিভিন্ন দেশের সাথে বাংলাদেশে ১৬ দিন ব্যাপি এই পক্ষ পালনের জন্য মাসাউস বাদাবন সংঘের আর্থিক সহয়তায় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
শনিবার মাসাউস অফিস হতে র্যালি বের করে দামকুড়া হাট প্রদিক্ষণ করে পুণরায় নিজ কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। পরে কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মাসউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, নারী নির্যাতন বলতে কোন অধিকার খর্ব করা এবং চাপিয়ে দেওয়া কোন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বলাও নির্যাতনের মধ্যে পড়ে। যৌন নির্যাতন যতটা গুরুত্ব পায় অন্য কোন বিষয় ততটা গুরুত্ব পায়না। এই বিচার হিনতার কারনে নির্যাতনের ভয়াবহতা দিন দিন বাড়ছে বলে তিনি উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, নারীরা যে সহিংসতার শিকার হয় সেটাই তারা জানে না। তারা এটাকে স্বাভাবিক মনে করে । সে জন্য নারীদের সচেতন হতে হবে। তারা যেন নির্যাতনের স্বীকার হওয়া থেকে দূরে থাকতে পারেন। নারীরা নির্যাতনের স্বীকার হলে আইনের আশ্রয় নিতে হবে। লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিশ^ জুড়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীরা শারীরিক ,মানষিক,আর্থিক ও সামাজিক ভাবে নির্যাতনের স্বীকার হন। শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম দিনের কর্মসূচির সমাপ্ত ঘোষনা করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএমইএস দামকুড়া ইউনিটের ইউনিট ইনচার্জ নারী নেত্রী ইসমত আরা নয়ন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিন্দরামপুর এলাকার নারী নেত্রী সাথী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী মহাসিনা। এছাড়াও বিভিন্ন এলাকার নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।