বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ছাত্রীসহ নিহত:৫

  • প্রকাশ সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভীন বেগম (৩৫), একই উপজেলার কান্তপুর গ্রামের আবু সাঈদের মেয়ে শারমীন (১৭), ইনসাব আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০)। এ দুর্ঘটনায় রাজশাহীর কাটাখালী এলাকার রিপন আলীর ছেলে হৃদয় (১৮) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা চিকিৎসারত অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে শারমীন রাজশাহীর শাহ মখদুম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইমও) ডা. এমএ জলিল জানান, হাসপাতালে যে চারজনকে আনা হয়েছিল তাদের মধ্যে তিনজন মারা গেছেন। আহত অন্যজনের অবস্থাও সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে। জানতে চাইলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্পটেই একজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় বেপরোয়া মালবাহী একটি ট্রাক অপর দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রামেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলো জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin