নিজস্ব প্রতিবেদক: এইচআরডি এর সক্রিয় সদস্যদের নিয়ে তিন দিনব্যাপি নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নেতৃত্ব দেয়ার গুনাবলী, দক্ষতা ও সৃজনশীল মনন নিয়ে যেন প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণার্থীরা নেতৃত্ব দিতে পারে, সেইজন্যই বেসরকারী উন্নয়ন সংস্থা আইইডি এই প্রশিক্ষণের আয়োজন করেছে। চলবে ২৭-২৯ নভেম্বর পর্যন্ত।
রাজশাহী নগরীর কাজিহাটাস্থ এনজিও ফোরাম কনফান্সে রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন রাজশাহী উদীচী সংসদের সভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। এছাড়াও প্রশিক্ষণ পরিচালক হরেন্দ্র নাথ সিং, আইডি রাজশাহীর ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস, উদীচী জেলা সংসদের নির্বাহী কমিটির সদস্য ও সমাজকর্মী সেলিনা বানু, এইচআরডি রাজশাহীর প্রাক্তন সদস্য শিউলি মার্ডী ও জাতীয় আদিবাসী পরিষদের ঢাকা কমিটির দপ্তর সম্পাদক নিরলা মার্ডী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন বলেন, প্রত্যেককে একজন পরিশ্রমী মানুষ হতে হবে। সৃষ্টিকর্তা মানুষকে গিভ অ্যান্ড টেক হিসেবে পাঠিয়াছেন। তিনি বলেন, অন্ধকার যে ঘোর রয়েছে সেটিকে প্রদিপের আলোর মাধ্যমে দূর করতে হবে। নেতৃত্ব সঠিক হতে হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে অন্যরা মুক্তি পাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, একজন নেতাকে মাদক, নারী কেলেঙ্কারী ও অবৈধ অর্থ উপার্জন থেকে বিরত থাকতে হবে। সেইসাথে নিজেতে সৎ, যোগ্য ও একনিষ্টভাবে সমাজ তথা দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে হবে। তিনি আরো বলেন যোগ্য নেতা হতে হলে প্রচুর বই পড়তে। বিভিন্ন মনিষী ও খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে প্রশিক্ষণাথীরা বলেন, এই প্রশিক্ষণ লব্ধজ্ঞান দিয়ে পরবর্তীতে নতুন কার্যক্রম শুরু করতে পারবেন এবং নিজ এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও বেকার যুবক-যুবতীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবেন বলে উল্লেখ করেন। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য আইইডিকে অসংখ্য ধন্যবাদ জানান তারা।
প্রশিক্ষণ পরিচালক হরেন্দ্র নাথ সিং তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পরিবার, সমাজ, জাতিগোষ্ঠী ও রাষ্ট্রের গন্ডি পেরিয়ে যেন এইচআরডি এর সদস্যরা আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে পারেন তার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, একজন এইচআরডি নোবেল বিজয়ী মামালা ইসুফজাই। যিনি শিক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছেন। ঠিক তেমনি ভাবেই আজকের এইচআরডির সদস্যরা সংগ্রাম করবে ও নেতৃত্ব দেবে বলে তিনি আশা ব্যক্ত করে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহন করার আহ্বান জানান হরেন্দ্র নাথ সিং।