নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে চিকিৎসা ও কন্যার বিয়ের জন্য মোট তিনজন শ্রমিকের মধ্যে নগদ অর্থ হিসেবে মোট বিশ হাজার টাকা প্রদান করা হয়। ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ¦ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি নাসির, সাহেব আলী, কাউসার আলী লাফা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজেম আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কবীর হোসেন, শরিফুল ইসলাম ও মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, প্রচার সম্পাদক পল্টু, দপ্তর সম্পাদক মিলন রেজা, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক নাসিরুলসহ ইনসাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে অনেক শ্রমিক নিবন্ধিত হয়নি। যারা এখনো কার্ড করেনি তাদের কার্ড করার আহ্বান জানান তিনি। সেইসাথে কল্যাণ ফান্ডে নিয়মিত অর্থ জমা প্রদানের জন্য শ্রমিকদের অনুরোধ করেন সভাপতি।