নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সোয়া ১১.২৫টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইসাথে অত্র এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অেত্র আদালতের পশ্চিম পাশের রাস্তা থেকে দুর্বৃত্তরা পুলিশের পিক-আপ ভ্যান লক্ষ করে ককটেলটি আদালত চত্বরে নিক্ষেপ করে। পুলিশের পিক-আপ এর এক ফিট দূরে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অল্পের জন্য পুলিশের কোন ক্ষতি হয়নি। তবে বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা এক পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এছাড়াও আদালত ভবনের নিচতলার এবং পানির পাম্পের একটি কাঁচের জানালা স্পিন্টারের আঘাতে ফেটে গেছে। সেইসাথে সিটি কর্পোরেশনের মিনি ট্রাকের সামনের গ্লাস ফেটে গেছে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শিরা আরো বলেন, রাজশাহী জজ কোর্ট ভবন চত্বরে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিচারক আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের জন্যই এ ধরনের বোমাবাজির ঘটনা নতুন মাত্রার সৃষ্টি করলো। বিচারক ও আইনজীবীরা যদি শঙ্কার মধ্যে থাকেন তাহলে সুষ্ঠুভাবে বিচার কাজ করা সম্ভব হবেনা।
এমন পরিস্থিতিতে আদালত চত্বরে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানোর অনুরোধ করেন তারা। ঘটনাস্থল রাজশাহী বোয়ালিয়া জোনের ডিসি বিভূতি ভূষন ব্যানার্জি ও রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হক পরিদর্শন করেন। সেইসাথে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন। এদিকে এই ঘটনার পর আদালতসহ পুরো নগরজুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক জানান, ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।