নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলায় বোয়ালিয় থানা পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো চন্দ্রিমা থানারর অন্তর্গত ভদ্রা এলাকার বারু শেখ এর ছেলে আরিফ(৩৩), বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার মোল্লামিল এর ছেলে রুবেল(৩৬) ও মেহেরচন্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল(২৫) ও সজল(২৭)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই এজহারভূক্ত আসামী। অন্য আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর নগরীর বালিয়াপুকুর বটতলা এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান এবং বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম তরিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায় আকরামুল হক ওরফে গুড্ডু (৩৫)। তার ডান পায়ে গুলি লাগে। সংঘর্ষের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সে সময়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়ে ছিলো, সন্ধ্যায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় একটি স্থানীয় দুই যুবকের পুর্বশত্রুতা ও মারামারির ঘটনার আপস মিমাংসার শালিস বৈঠক বসে। সেখানে তরিকুল ইসলাম তরিক একটি পক্ষের হয়ে কথা বলেন। এক পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তরিক উত্তেজিত হয়ে ওয়ার্ড কাউন্সিলর মনিরকে গালাগালিজ করে এবং শালিস বৈঠক থেকে চলে যায়।
এ বিষয়ে আরএমপি বোয়ালিয়া থানার ইনচার্জ (ওসি) সোহ্রাওয়ার্দী হোসেন বলেন, অন্যান্র আসামীদের আটকের চেষ্টা চলছে। সকল আসামীকে আটক কওে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।