নিজস্ব প্রতিবেদক: মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদকের ফজলুল বারী রনির পিতা মরহুম এডভোকেট জোবায়ের হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত, কোরআন শরীফ খতম ও দোয়া করা করা হয়। মঞ্চকথা থিয়েটারের অস্থায়ী কার্যালয় নগরীর সিএন্ডবি মোড়ে বিকেল ৪টায় থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে শোক প্রকাশ করেন থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান, উপদেষ্টা দৈনিক সোনার দেশ ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা, মাসুদ রানা,সহ-সভাপতি নাজমা সরকার, নাট্য কর্মী শংকর কুমার ধর, জিলানী , বজলু ও বিদ্যুৎ।
এদিকে মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক ফজলুল বারী রনির পিতা মরহুম এডভোকেট জোবায়ের হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং মরহুম শামসুজ্জোহা রঞ্জুর যৌথ ভাবে কয়েরদাড়া জননী গ্রন্থাগারে জননী নাট্য চর্চা কেন্দ্র এবং জহির তারিনা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জহির তারিনা মাল্টিমিডিয়ার কর্ণধার জহুরুল ইসলাম জহির সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বই বন্ধু আমিনুল হক রিন্টু, জহির তারিনা মাল্টিমিডিয়ার কর্ণধার জহুরুল ইসলাম জহির ও দুরন্ত দৃষ্টি সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা তারিনা সুলতানা, জননীর সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী রিজিয়া খাতুন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী বেলাল উদ্দিন , আহসান হাবীব বুলবুল, মেঘরাজ বাপ্পা, ঋতুসহ সহনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূবর্নলতা সংগীত বিদ্যালয় ও জননী নাট্য চর্চা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন তুফানী।