নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসের ৮ও ৯তারিখ বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর অধিনস্থ বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র সচিবদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে নাটোরের আল-মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা হলরুমে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির শিক্ষা সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক খায়রুল আলম।
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক গোলাম সারওয়ার স্বপন এর সভাপতিত্বে এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর সচিব ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির দপ্তর সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফুল্লাহ, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুস সালাম ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করার জন্য এ পর্যন্ত ৩৭,৫০০জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। বৃত্তি পরীক্ষা শুরু হতে আরো কয়েকদিন সময় আছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এই পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শুরু এবং শেষ করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের এই প্রশিক্ষণ প্রদান করা হলো।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এটা একটি বৃহত কর্মযজ্ঞ। প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর সমন্বয়ে এই পরীক্ষা হতে যাচ্ছে। ইতোমধ্যে ৩৭,৫০০ জন শিক্ষার্থী নিবন্ধন করে ফেলেছে। আগামীতে আরো বাড়বে বলে তিনি আশাব্যক্ত করেন। তিনি আরো বলেন, দিন যতই গড়াচ্ছে এই শিক্ষাবোর্ডের অধিনে কিন্ডারগার্টেন সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরো বেশী সংখ্যক শিক্ষার্থীদের সমন্বয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা ব্যক্ত করেন সভাপতি।