নিজস্ব প্রতিবেদক: পহেলা ডিসেম্বর ছিলো বিশ^ এইডস দিবস। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সকাল থেকে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এ লক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর ঘোড়া চত্বরের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি, আলোচনা সভা ও গম্ভীরায় সিভিল সার্জন কার্যালয়, বেসরকারী উন্নয়ন সংস্থা আপস, ঢাকা আহছানিয়া মিশন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, দিনের আলো হেজড়া সংঘ, বাংলাদেশ কারিতাস, এফপিএবি, আলোর মিছিল, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা, ইউপিএইচসিপি(ড্যাম), তিলোত্তমা, রিক, ব্র্যাক, ডেমিয়েন ফাউন্ডেশেন, আইসিডিডিআরবি ও সুর্যেও হাসি নেটওয়ার্ক এর প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
র্যালি নিয়ে তাঁরা লক্ষ্মীপুর মোড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ করেন। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আনোয়ার কবীর। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আব্দুল মতিন, ডিভিশনাল টিবি এক্সপার্ট ডাক্তার সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ডি.এম.এম.ও ডাক্তার আব্দুর রব সিদ্দিকী, বক্ষব্যাধি হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মুজিবর রহমান, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার চন্দন কুমার প্রামানিক ও আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। সভায় এইডস থেকে মুক্ত থাকা এবং কোন কারনে হয়ে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে সামনে বিকেলে এইডস থেকে বাঁচতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়। গম্ভীরা পরিবেশন করে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী ও তাঁর দল। গম্ভীরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পারিচালক আবুল বাশার পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আব্দুল মতিন, ডাক্তার বায়োজিদ-উল ইসলাম, সিভিল সার্জন অফিসের ডি.এম.এম.ও ডাক্তার আব্দুর রব সিদ্দিকী ও ডাক্তার আব্দুর রাকিব। দিনব্যাপি অনুষ্ঠান সঞ্চালনা করেন আপস এর প্রকল্প ব্যবস্থাপক এস.এম আব্দুল্লাহ আল রেজা।