নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ীতে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। রোববার বেলা সাড়ে ১১টায় এ লক্ষে র্যালি বের করা হয়। র্যালি নিয়ে পাকড়ী ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিষদ মাঠে গিয়ে শেষ করেন তারা। র্যালি শেষে পরিষদ হাট মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী, নারী ইউপি সদস্য সানোয়ারা বেগম, ডাক্তার ইকবাল হোসেন, ইমাম জহিরুল ইসলাম, ললিত নগর স্কুল এন্ড কলেজের শিক্ষক বদিউজ্জামান ও উন্নয়ন কমিটির সম্পাদক নুরুল হুদা। কারিতাস এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক দাউদ চঁড়ে এর সঞ্চালনায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী শিশু/ব্যক্তি, অভিভাবক, গণমান্য ব্যক্তিবর্গ, নারী ফোরাম ও বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীদের অবহেলা নয়, ভালবাসতে হবে। তাদেও আদও ভালবাসা দিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। কারণ সৃষ্টিকর্তা যে ভাল মনে করেন সেটাই করেন। আর সেটাই হচ্ছে মানুষের মঙ্গল। এজন্য এসডিজি পুরন করতে হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয় বলে উল্লেখ করেন তারা।