নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুজিব বাহিনীর স্রষ্টা, বিশিষ্ট লেখক-সাংবাদিক শেখ ফজলুল হক মণি এর ৮৫ তম জন্মদিন পালন করা হয়। সোমবার রাজশাহী মহানগর যুবলীগ লীগের উদ্যোগে মহানগর যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখের নেতৃত্বে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুসতাক হোসেন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল পিন্টু সহ রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ ও সাংগঠনিক ৩৭টা ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।