নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংন্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
প্রধান আলোচক হিসেবে উপুস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্ঠা ও অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য চিত্তরঞ্জন সরদার, একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও সুবোধ মাহাতো, সাবেক সদস্য কলেস্তিনা হাসদা, ললিত নগর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক মেরিলীন মারান্ডী ও সোনাদীঘি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবিতা টুডু।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ, একাডেমির শিক্ষার্থী ও শুধিজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বেগম রোকেয়ার জীবন ও কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে বর্তমান নারী সমাজকে বেগম রোকেয়ার আদর্শে আদর্শিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। আলোচনা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের সমনাবয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।