নিজস্ব প্রতিবেদক: সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর তত্ত্বাবধানে আহত পেঁচা উদ্ধার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভাইরনমেন্ট সায়েন্স বিভাগের পরিচালক ড. সাবরিনা নাজের দেয়া তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় মঙ্গলবার রাজশাহী নিউ মার্কেট (সাবেক উপহার সিনেমা হলের নিকট) রাতুলদের বাড়ি থেকে আহত পেঁচা উদ্ধার করা হয়।
পেঁচাটি বর্তমানে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীতে সংরক্ষণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র বিভাগের ইন্সপেক্টও জাহাঙ্গীর কবীর ও সেভদি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান।