নিজস্ব প্রতিবেদক: কারিতাস এর আলোকিত শিশু প্রকল্পের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ড্রপ-ইন সেন্টার (ডিআিইসি) তে ১টি সেলাই মেশিন ও ৩০ টি কম্বল বিতরণ করা হয়। বুধবার রাজশাহী লায়ন্স চক্ষু ক্লাবের উদ্দ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি ডা. এস এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা কমিটি ও ভদ্রা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী লায়ন্স ক্লাবের সেক্রেটারী তাসলিমা ডালিয়া, পরিচালক ডা. তবিবুর রহমান ও লায়ন্স ক্লাবের আইপিপি ইফতিয়ার মাহমুদ (বাবু)। এছাড়া রাজশাহী লায়ন্স ক্লাবের সদস্য ও ভলেন্টিয়ারগণ এবং আলোকিত শিশু প্রকল্পের স্টাফগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ডিআইসির কার্যক্রম অত্যন্ত সুন্দর। কাজের ধরন দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, কারিতাস সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য কাজ করছে। লায়ন্স ক্লাবও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। এ থেকেই তারা পথশিশুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিশেষ অতিথি গণ বলেন পদ্মা আবাসিক এলাকায় পথশিশুদের নিয়ে কারিতাস এত সুন্দর সেবা প্রদান করছে তিনি তা জানতেন না। প্রকল্পের কাজ দেখে এর উত্তোরত্তর প্রসার কামনা করেন তাঁরা। তাঁরা বলেন,লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে পথশিশু ও পথশিশুদের অভিভাবকদের জন্য বিনা খরচে ট্রিটমেন্ট ও চোখের অপারেশন সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম আলোকিত শিশু প্রকল্পের ডিআইসির কাযর্ক্রম সহভাগিতা করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পথশিশুরা সমাজে স্বাভাবিক নিয়মে বেড়ে উঠে না। প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। তাই তাদের মধ্যে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হবার সম্ভাবনা বেশী থাকে। এজন্য সকলের উচিৎ পথশিশুদের পাশে দাঁড়ানো।পরিশেষে লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সহায়তা নিয়ে পথশিশুদের পাশে থাকার আহ্বান জানান সভাপতি।