নিজস্ব প্রতিবেদক: শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপরে বেলা সাড়ে ৩টার দিকে অত্র একাডেমির সংগ্রহ শালায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য প্রিসিল্লা বিশ^াস শেলি, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা ও আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাদু বাস্কে। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও শুধিজন। দোয়া পরিচালনা করেন রাফিয়াত হাসান লালন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবিদের খুঁজে খুঁজে বের করে এনে হত্যা করেছিলো বলে উল্লেখ করেন তিনি।