নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি ও মুক্তিদাতা হাই স্কুলের যৌথ আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে শনিবার সকার সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে স্পুস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল ১০টায় নগরীর বাগানপাড়াস্থ মুক্তিদাতা হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অত্র স্কুল প্রাঙ্গনে চিত্রাঙ্কন, হাতের লেখা, রচনা লিখন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও সেলি প্রিসিল্লা বিশ^াস। অত্র স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দুসহ অত্র স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।