নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া মহল্লা কমিটির আয়োজনে শনিবার মহান বিজয় দিবস পালিত হয়। এ লক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ আমজাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহাবুবুল আলম ও সাধারাণ সম্পাদক মুক্তার হোসেন।
সাবেক ছাত্রনেতা শাহাবুল সরকার টুটুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ ওসমান গণী, আরমান আলী লাওশান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আকবর আলী, আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন ও খন্দকার আব্দুল খালেক। ক্রীড়া ও অন্যান্য বিষয়সমুহ পরিচালনা করেন মোস্তাক হোসেন, মিনহাজ শেখ, রুম্মান, মনি, শিমুল, সুহান, সাব্বির, টুসু, আলামিন, হৃদয় ও বাক্কার।
প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্যদের বক্তব্যের পরে ক্রীড়া, সাংস্কৃিতক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয় ও অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।