নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার বিকেল ৩ টায় হড়গ্রাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম।
হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, রাজশাহী জেলা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম আল রশিদ, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, হড়গ্রাম ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, হড়গ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, ৩ নং ওয়ার্ড সদস্য সাজাহান আলী, হড়গ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লালবানু বেওয়া, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল ইসলাম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সোহাগ হোসেন, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ঝন্টু আলী, ৩ নং ওয়ার্ড সভাপতি ফজলুল হক, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫ নং ওয়ার্ড রুবেল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি বাবলু, কৃষক নেতা শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হেলাল সহ ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সভায় প্রধান বক্তা অধ্যক্ষ তাজবুল ইসলাম বলেন, সরকার অসহায় ও দরিদ্রদের বিভিন্ন ভাতা দিয়ে সহযোগিতা করছে। নেতৃবৃন্দকে বাড়ী বাড়ী গিয়ে প্রতিটি মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরতে হবে। আগামী ৭ জানুয়ারি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোহা: আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।