নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী সদর আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম ও কোর্ট বাজার, কোর্ট স্টেশন, দলিল লেখক সমিতি ও এডভোকেট বারে গণসংযোগ করেন।
এসময়ে তিনি বলেন, রাজশাহী সতর আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হলেও কোন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করেন নি। এছাড়াও রাজশাহী সদরের কোন উন্নয়ন করেননি তিনি। যা করেছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করেছেন। যার ফলে রাজশাহী আজ বিশে^র দরবারে একটি সুন্দর নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নির্বাচিত হলে কি করবেন জানতে চাইলে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, তিনি দীর্ঘদিনে থেকে রাজনীতি করেন। এছাড়া সারাজীবন শিক্ষকতায় ছিলেন। তিনি নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ রাজশাহীকে আরো আধুনিক করতে মেয়রের সাথে সমন্বয় করে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আসছে ৭ জানুয়ারী দলমত নির্বিশেষে সবার নিকট কাঁচি মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এসময়ে অত্র এলাকার জনগণ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সাদরে গ্রহন করেন এবং কাঁচি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আত্মপ্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, রাসিক ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফটিক ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষসহ অন্যান্য নেতাকর্মী।