নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় কালব এর ভবিষ্যৎ উন্নতি ও সাফল্য কামনা করে কেক কাটা হয়। রোববার সন্ধ্যায় অত্র ক্রেডিট ইউনিয়ন হলরুমে কালব এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুল কালাম আজাদ ও উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার, নওহাটা পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন ও কর্ণহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নুরুন নবী সহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ।