নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের বাহা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে পুঠিয়ার বাঁশবাড়ি গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর যোগেন্দ্রনাথ সরেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বাঁশবাড়ি গ্রামের গ্রাম প্রধান রবি মারান্ডীর সভাপতিত্বে বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড ইন্সপেক্টর মুকুল টুডু, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস ও সংগীতপ্রশিক্ষক মানুয়েল সরেন এবং বাঁশবাড়ি গ্রামের নায়কে দীলিপ সরেন ও অনিল টুডু।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাঁওতাল সম্প্রদায়ের বাহা সম্পর্কে তুলে ধরেন। তারা বলেন, বাহা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ে প্রধান ধর্মীয় উৎসব। শালবনে শালফুল ফোটার সঙ্গে সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিটি গ্রামে এই উৎসব পালন করেন তারা। এই উৎসব পালন না করলে সাঁওতালরা তাদের মেয়ের বিয়ে দিতে পারেনা বলে জানান অতিথিবৃন্দ। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।