নিজস্ব প্রতিবেদক: সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ব্যারিষ্টার আমিনুল হক এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আমিনুল হক এর কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে নেতাকর্মীরা সবাই মিলে উপজেলা বিএনপি পার্টি অফিসে ফিরে আসেন। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও তনোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি তাজমিলুর রহমান শেলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুনু, সাংগঠনিক সম্পাদক এস.এম বাবু, কাকনহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও সদস্য হফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সদস্য নুর আলম, তাঁতী দলের আহ্বায়ক আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ ও সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ব্যারিষ্টার আমিনুল ইসলাম ছিলেন একজন পরোপোকারী মানুষ। তিনি তানোর-গোদাগাড়ীর অভূতপূর্ব উন্নয়নসহ অনেক ব্যক্তির কর্মসংস্থান করেছেন। শুধু তাইনয় তিনি ঢাকা হাইকোর্ট থেকে হাজার হাজার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিনা পারিশ্রমিকে আইনী লড়াই লড়তেন বলে তারা উল্লেখ করেন। তারা আরো বলেন, তিনি আমৃত্যু জনগণের উপকার করে গেছেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ব্যারিষ্টার আমিনুল হক ছিলেন একজন পরহেজগার মানুষ। তিনি জানতে কোনদিন নামাজ কাজা করেন নি। তিনি ছিলেন একজন পরোপরোকারী মানুষ। তিনি গোদাগাড়ী-তানোরসহ দেশের সকল মানুষকে আইনী সহায়তা দিয়ে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের হয়ে কাজ করে গেছেন। তিনি তাঁর মামা মরহুম ব্যারিষ্টার আমিনুল হক এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তব্য শেষে আমিনুল হক সহ দেশের সকল মৃত মুসলিম ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য ২০১৯ সালের ২১ এপ্রিল সবার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে তিনি চলে যান না ফেরার দেশে। তিনি ১৯৪৩ সালে গোদাগাড়ীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন বিএনপি’র এই বর্ষিয়ান নেতা।