নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯মে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অত্র উপজেল াপরিষদ ভাইস চেয়ারম্যান ও ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান। তিনি শুক্রবার দামকুড়া ইউনিয়নের টিকর, নওহাটা পৌরসভার সন্তোসপুর, হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা বাজার, পারিলা ইউনিয়নের ভালাম, বড়গাছী ইউনিয়নের বড়গাছী, আমগাছী, দাদপুর, হরিয়ান ইউনিয়নের সুচরন, আশরাফের মোড় সহ উপজেলার বিভিন্ন এলাকার গণসংযোগ করেন।
এ সময়ে অত্র এলাকার জনগণ বলেন, ওয়জেদ আলী খান একজন নিরাহাংকার ও বন্ধু সুলভ মানুষ। তিনি এই উপজেলার প্রতিটি পাড়া ও গ্রাম চেনেন। সেইসাথে প্রতিটি মানুষের সাথে রে ছে তার সখ্যতা। এই ধরনের একজন মানুষ এই উপজেলার কর্ণধার হিসেবে অত্যন্ত প্রয়োজন। এজন্য তারা এবারের নির্বাচনে ওয়াজেদ আলী খানকে ভোট প্রদান করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে উল্লেখ করেন তারা। সেইসাথে অত্র উপজেলার সকল ভোটারকে কোন রকম দ্বিধাদন্দ না করে মোটর সাইকেল প্রতিকে ভোট প্রদান করার আহ্বান জানান তারা।
প্রচারণায় সময় উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, নওহাটা সালেহিয়া দারুল উলম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন, বড়গাছী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, ৫ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ সবুজ, বুলবুল ও শাকিলসহ কৃষক লীগ, ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।