নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। সোমবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমির হল রুমে বিকেল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য যোগেন্দ্র নাথ সরেন, একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার স্যামদুয়ার,সাবেক সদস্য কলেস্তিনা হাঁসদা ও একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য শেলি প্রিসিল্লা বিশ^াস। উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর বর্নাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে উপস্থিত শিক্ষার্থীদের বই পড়া এবং এই দুই মহান কবী সম্পর্কে জানার পরামর্শ দেন তার া। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।