নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে তিনদিনব্যাপি নাটক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকালে একাডেমির সংগ্রহশালায় অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও মন্ডুমালা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুনিল কুমার মাঝি, নির্বাহী সদস্য সুষেণ কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তারুজ্জামান ও আদিবাসী নেতা মুকুল বিশ্বাস। নাটক প্রশিক্ষণ প্রদান করছেন কালচারাল একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা। রোববার এই প্রশিক্ষণ শেষ হবে জানান প্রশিক্ষক।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আর নাটকতো আরো সমৃদ্ধ। এজন্য শিক্ষার্থীদের ভালভাবে নাটক প্রশিক্ষণ প্রদান এবং তা চর্চা করার পরামর্শ দেন তিনি। সেইসাথে নিজ নিজ ভাষায় নাটক রচনা ও মঞ্চস্থ করার আহবান জানান প্রধান অতিথি।