নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ফিল্টিপাড়া স্কুল প্রাঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কোল সম্প্রদায়ের চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসের ২৬ তারিখ রোজ রোববার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ সমন্বয় করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবির আহমেদ বিন্দু। এছাড়াও কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কল্পনা মুরমু কোল, হিরালাল টুডু কোল ও মঙ্গল কোল। কোল জনগোষ্ঠীর ১২টি চিরায়ত গানের প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সমন্বয়কারীগণ বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতিক রক্ষায় কাজ করে যাচ্ছে। শুধু সংগীত প্রশিক্ষণ নয়। হারানো সংস্কৃতি পুণরুদ্ধার এবং যে সকল সংস্কৃতি এখনো টিকে রয়েছে সেগুলোকে চিরায়ত করতে কাজ এবং অনুষ্ঠানগুলো পালন করে যাচ্ছে। এই কার্যক্রমে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে প্রশিক্ষনে যে সকল গান শেখানো হলো সেগুলো চর্চা করার পরামর্শ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন তারা।