নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নয়া সভাপতি গোলাম সারওয়ার স্বপন ও সচিব ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসাথে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমবার বিকেল ৫টায় রাসিক ভবনের নিজ কার্যালয়ে তাঁরা মেয়রের সাথে এই সাক্ষাৎ ও ফুল দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসমাম সবুজ ও চন্দ্রিমা থানার সদস্য সচিব ইয়াসমিন আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ। এ সময়ে নয়া সভাপতি, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বিভিন্ন বিষয় মেয়রের সামনে তুলে ধরেন।
রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতি ও সচিকে অভিনন্দন জানান। সেইসাথে পূর্বের ন্যায় সর্বদা পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।
উল্লেখ্য গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।