নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কালব রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের আয়োজনে ০৭ হতে ০৮ জুন দুইদিনব্যাপী কিউবিস সফটওয়্যার ও হিসাব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কারিতাস ফাদার চেসকাতো কনফারেন্স হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার পরিষদ ও দূর্গাপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ, কালব বাজেট এন্ড একাউন্স সিনিয়র ম্যানেজার শুভাশিস বড়ুয়া, আইটি ম্যানেজার আবু জাহিদ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম।
উল্লেখ্য প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন উপজেলার ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।