নিজস্ব প্রতিবেদক: আর মাত্র চারদিন বাঁকী রয়েছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল-আযহা। ঈদকে আনন্দময় করে তুলতে এবং শিশু ও বড়দের চিত্তবিনোদন ও কেনা-কাটার জন্য রাজশাহী মহানগরীর লালনশাহ্ মঞ্চ সংলগ্ন পদ্মা নদীর ধারে মাসব্যাপি শুরু হলো ঈদ আনন্দ ও পণ্য মেলা। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৯নং ওয়ার্ড কউন্সিলর রাসেল জামান।
ঈদ আনন্দ ও পণ্য মেলা পরিচালনা কমিটির সভাপতি রাকিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসেল, মেলা কমিটির সদস্য বেনজীর আহম্মেদ ও কাউসার আলম সোহাগ সহ অত্র মেলা কমিটির অন্যান্য সদস্যগণ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর চিত্তবিনোদনের জায়গার অনেকটাই অভাব হয়ে গেছে। কারণ রাজশাহীর বিভিন্ন পার্ক সৌন্দর্য বর্ধনের কাজের জন্য তা উন্মুক্ত নয়। এ অবস্থায় এই ঈদে, ঈদ আনন্দ ও পণ্য মেলা অনেকটাই বিনোদন দেবে বলে তিনি আশা করেন। সেইসাথে সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য কমিটিকে পরামর্শ দেন তিনি।
সভাপতি রাকিব হোসেন বলেন, এই মেলায় ৭০টি স্টল থাকছে। স্টলে শিশুসহ বড়দের বিভিন্ন ধরনের পোষাক, খেলনা ও ফাস্ট ফুড থাকবে। সেইসাথে মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডার। যেমন নৌকা, নাগরদোলা, ট্রেন, স্লীপার, জাম্পিং, ওয়াটার বোর্ড, হানিসুইং, চর্কি ও ভূতের বাড়িসহ আরো অন্যান্য রাইডার। এছাড়াও পরবর্তীতে সার্কাস যুক্ত হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, মেলায় প্রবেশ ফি মাত্র ১০টাকা করা হয়েছে। এখানে কোন প্রকার জুয়া ও লটারী খেলা থাকবেনা। পুরোপুরি সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে থাকছে কঠোর নিরাপত্তা। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত এই মেলা। তিনি রাজশাহীবাসীসহ সকল স্তরের বিনোদন প্রেমিকদের মেলায় আসার জন্য অনুরোধ করেন।