নিজস্ব প্রতিবেদক: আগামী ১২জুলাই শুক্রবার রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট দুইটি প্যানেল প্রতিদন্দিতা করছে। একটি প্যানেলে গোলাম রব্বানী সভাপতি, টিপু সুলতান সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম লাল্টু সাংগঠনিক এবং অন্য প্যানেলে আল-মামুন সুলতান মন্টু সভাপতি, রজব আলী সাধারণ সম্পাদক এবং খালেদ হোসেন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন।
এছাড়া সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক আশরাফুল আলম, সদস্য কাজী সুমন, বুলবুল আহমেদ ও উজ্জল হোসেন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি প্রার্থী গোলাম রব্বানী বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রানী বাজার বাটার মোড়ে মোল্লা প্লাজায় অত্র সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইলেকট্রিক ব্যবসায়ী ও কর্মচারীদের সুরক্ষা, নিবিঘ্নে ব্যবসা পরিচালনা করা এবং সকল নৈরাজ্য থেকে রক্ষা করবে এই কমিটি। নির্বাচনে মোট ১২৮জন ভোটার তাদের মতামত প্রদান করে পছন্দের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।