নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের পক্ষ থেকে অত্র সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির নয়া সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সচিব ইয়াকুব আলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও শাহ্ মখ্দুম থানা কমিটির সভাপতি শেখ সাদি মোহাম্মদ আলীকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
নগরীর মহিষবাথানস্থ সভাপতির নিজ কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্রেষ্ট প্রদান করার সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম সবুজ, সচিব নুরুন্নাহার, রাজপাড়া থানা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল ও সচিব আক্তারুজ্জামান আক্তার।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা কমিটির সভাপতি ওমর শরিফ, সদস্য সচিব ফুলনাহার মিষ্টি, মতিহার থানা সভাপতি খলিলুর রহমান ও সদস্য সচিব বদিউজ্জামান বাদল, চন্দ্রিমা থানা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, সচিব ইয়াসমিন আরা, মতিহার থানা কমিটির সভাপতি খলিলুর রহমান, সচিব বদিউজ্জামান বাদল ও শাহ্ মখ্দুম থানার সচিব ডাক্তার মুহসিনা নিপা। এছাড়াও ছয়টি থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম সারওয়ার স্বপন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বিভাগীর সভাপতি হওয়ার পিছনে রাজশাহী মহানগরীর সকল ভোটারকে ধন্যবাদ জানান। কারন রাজশাহীর ভোটারগণ কেউ অন্য কোথাও ভোট দেননি। তিনি আরো বলেন, অত্র সোসাইটি ভূক্ত সকল কিন্ডারগার্টেন এর উন্নয়নে এবং পরিচালক শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অতিতের ন্যায় কাজ করে যাবেন।
তিনি আরো বলেন, এই সোসাইটির মাধ্যমে আয়বর্ধনমূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এখানকার আয় হতে কিন্ডারগার্টেন এর পরিচালক, শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটি অতিতে পরীক্ষার খাতা দেখতে বিভিন্ন ধরনের অনিয়ম করতেন। এখন থেকে খাতা দেখতে হলে প্রতিষ্ঠান পরিচালকদের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক প্রদান করা হবে বলে জানান তিনি। সেইসাথে আগামী ১৩জুলাই রংপুরে কেন্দ্রীয় কমিটির সভায় বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি গোলাম সারওয়ার স্বপন।
উল্লেখ্য গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।