নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ছয় সদস্য বিশিষ্ট (আংশিক) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সোহেলকে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর ও থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে রাজশাহীর মহিলা কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মোহাম্মদ নাজির হোসেন, আতাউর রহমান বাঁধন, আনারুল ইসলাম, মাইনুল ইসলাম মিন্টু ও শাহ মখদুম থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন জীবনসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।