নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজেন দুইদিনব্যাপি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়। অত্র একাডেমির সংগ্রহশালায় একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরী।
সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণে অংশগ্রহন করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুড, সংগীত প্রশিক্ষক কবির আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা, গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান, কর্মচারী নাজমুল কবীর, এশারুল জামান খান মানিক, জাকারিয়াস বিশ^াস কৃষ্ণ ও আনিসুর রহমান আনিস।
দুইদিনব্যাপি কর্মশালায় বাংসরিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন(সেবা সহজীকরণ, ডিজিটাইজেশন, ই-নথি), সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা-২০২৩-২৪ বাস্তবায়ন, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিবিধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৮ অনুযায়ী কার্যক্রম গ্রহন, শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, তথ্য অধিকার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, এসডিজি ও উন্নয়ন: রুপকল্প-২০৪১ ও জাতীয় সংস্কৃতি ণীতি-২০০৬ বিষয়ে আলোচনা হয়।