নিজস্ব প্রতিবেদক: রাজশ্হাী কলেজ এইচ.এস.সি এলামনাই স্কলার রিসিপশন অনুষ্ঠি হয়। শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার একটি আবাসিক হোটেল হলরুমে আয়োজিত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। রাজশাহী কলেজ এইচ.এস.সি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি হাসিবুল আলম শাওন।
রাজশাহী কলেজ এইচ.এস.সি এলামনাই এসোসিয়েশনের আয়োজেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক এবং রুবিনা পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহানা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ও অত্র এলামনাই এসোসিয়েশনের সদস্য হেমায়েতুল ইসলাম আরিফ। এছাড়াও অত্র এসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং তাদের স্ত্রী, স্বামী ও সন্তানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। শেষে উপস্থিত অতিথিগণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা বলেন, আগামীতে এই এলামানই আরো বড় আকারে ভিন্ন একটি স্থানে করা হবে। এছাড়াও এই এলামানাইয়ের মাধ্যমে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন, আজকে তারা ১৯৯৪সালে চলে গেছেন। সেই সময়ের স্মৃতিচারন করেন তারা। সব শেষে সবার মঙ্গল কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।