নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আশুরা ও ইমাম হুসায়েন (আ.) এাঁর শাহাদত উপলক্ষে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম রুপোশ(রা.) মাজারের সামনে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন রাজশাহী শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান ইমামী, প্রফেসর মনিরুল ইসলাম, নূর মোহাম্মদ চিসতী নিজামী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও গোলাম আম্বিয়া। এছাড়াও মনোয়ার হোসেনসহ অত্র ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন।
আলোচকগণ ইমাম হুসায়েন (আ.) এঁর জীবন সম্পর্কে এবং ইসলামে তাঁর অবদান ও আত্মত্যাগ নিয়ে আলোকপাত করেন।