নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গণ-গ্রেফতার। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা ছেড়েছেন বাড়ি-ঘর। এরপরে আটক থেমে নেই। বিএনপি’র বিভিন্ন সূত্রে জানা যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলা ও মহানগর মিলে সিনিয়র নেতৃবৃন্দসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মঙ্গলবার পর্যন্ত আটক হয়েছেন।
এদিকে রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে মোবাইলে কল করলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক বলেন, মহানগর বিএনপি’র কোন সদস্য এখনো আটক হয়নি। তবে থানা ও ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাকর্মী আটক হয়েছেন। সব থেকে বেশী রাজশাহী বিশ^বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড যেমন, ২৪ থেকে ৩০নং ওয়ার্ডের নেতাকর্মী আটক হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারকে মোবাইলে কল করলে তাঁর মোবাইল বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।