নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর বামলাইলে জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর ৪টার দিকে এই মাছ ধরেছে বলে জানান পুকুরের বর্তমান মালিক পবার নওহাটা পৌর এলাকার আসাদুজ্জামান খায়রুল। তিনি বলেন, প্রায় চার বছর হলো তিনি ১৮বিঘা জমি লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। যার জেলা রাজশাহী, মৌজা-বামলাইল, জে.এল নং-৩৪২, খতিয়ান নং-১, দাগ নং- ২১৯৬ ও ২২০০। এছাড়াও তার আরো বেশ কয়েকটি বড় বড় পুকুর সেখানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
খায়রুল বলেন, গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে রাকিব, রাকিব এর জামাই মুকুলের ছেলে রঙ্গন ও বামলাইল গ্রামের আশেদ এর ছেলে মালেক। তারা তাদের সন্ত্রাসীবাহিনী নিয়ে রাতের অন্ধকারে পুকুর থেকে প্রায় তিন লক্ষ টাকার মাছ মেরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ না নিয়ে মিমাংশা করে নেওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি। মামলা গ্রহন করে পুকুর থেকে জোরপূর্বক যারা মাছ ধরেছে তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবী জানান খায়রুল।
মাছ ধরার বিষয়ে খায়রুলের মাছের খামারের কেয়ার টেকার হযরত আলী বলেন, ভোর ৪টার দিকে রাকিবগংরা ৮-১০জন মিলে জেলে সাথে করে নিয়ে এসে বেড় জাল গোটা পুকুরে নামিয়ে মাছ মেরে নিয়ে যায়। এ সময়ে তিনি রাকিবগংদের ভয়ে তিনি সামনে যেতে পারেননি বলে জানান ঐ কেয়ার টেকার।
অন্যের পুকুর থেকে কেন মাছ ধরার বিষয়ে জানতে রাকিব এর নিকট মোবাইল করণে মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।