নিজস্ব প্রতিবেদক: মাসুরা বেগমের উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি। এই ক্ষুদ্র উচ্চতা নিয়েও ‘মা’ হয়েছেন রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামের মাসুরা বেগম। মাসুরার সেই করুণ জীবনগাথা বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হবার পর বিষয়টি নজরে আসে সরকারের। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেয়েছেন, তার গ্রামেই নির্মিত মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি পাকা বাড়ি। এছাড়াও রাজশাহী এসোসিয়েশনের পক্ষ থেকে মাসুরার কর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ আশ্রয়ন প্রকল্পের তার নিজ বাড়িতে একটি মুদিখানার দোকান করে দিয়েছেন।
সেই লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অত্র আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বিশে^র দ্বিতীয় ও এশিয়ার ক্ষুদ্রতম মা মাসুরা বেগমের আত্মকর্মসংস্থানের লক্ষে নির্মিত দোকানঘরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে ও দোয়া করা হয়। সব শেষে দোকানের পাশে একটি গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার সরকার ও রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক।
আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সহকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ। এছাড়াও অত্র এলাকার শুধীজন উপস্থিত ছিলেন।