নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলার আসামি হিসেবে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৪ জুলাই এ প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালাল উদ্দীনের বিরুদ্ধে গোদাগাড়ী থানার মামলার (৯৩/২২) অভিযোগ গঠন হয়েছে। তাই জেলা প্রশাসক (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন। জালাল উদ্দীনের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
এই তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীনের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য গত বছরের জুলাইয়ে জালাল উদ্দীনের ইন্ধনে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার কৃষক হত্যার অভিযোগ ওঠে। এ নিয়ে দুটি মামলা হয়। একটি মামলার প্রধান আসামি জালাল উদ্দীন।
বরখাস্তের বিষয়ে মোবাইলে জানতে চাইলে জালাল উদ্দীন বলেন, তিনি হাই কোর্টে আপিল করবেন। সেখানে তিনি ন্যায় বিচার পাবেন বলে জানান। তিনি আরো বলেন, এই মামলার সাথে তার কোন প্রকার সম্পর্ক নাই। তিনি কাউকে হুকুম দেননি বা সরাসরি গঠনাস্থলে উপস্থিতও ছিলেন না বলে দাবী করেন জালাল উদ্দিন।