নিজস্ব প্রতিবেদক: একদিনের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজশাহী মহানগরে শহরে। শহরের প্রধান প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে দেখা যায়। পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নাগরিকেরা। ড্রেন থাকলেও নিয়মিত ভাবে পরিস্কার না করায় ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশনের মাধ্যম গুলোর এমন বেহাল অবস্থার কারনে সামান্য বৃষ্টি হলেই শহরবাসীরা পড়েন দুর্ভোগে। এ নিয়ে জনগণ রাসিক কাউন্সিলরদের উদাসীনতাকে এবং একসাথে উন্নয়নমূলক কাজ করাকে দায়ী করছেন।
সরেজমিন দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেট থেকে শুরু করে জরুরী বিভাগের সামনে পর্যন্ত। এছাড়াও মেডিকেল গেটের সামনের রাস্তা, ঝাউতলা রাস্তা, লক্ষ্মীপুর বাকীর মোড়, প্যারামেডিকেল কলেজ, বর্নানীর মোড়, দরিখড়বনা রেলগেট, হড়গ্রাম বাজার এলাকার নিচু এলাকা ও জেল খানার সামনের রাস্তা সহ নগরীর বিভিন্ন এলাকা ডুবে যায়। সেইসাথে অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। শুধু বাড়ি নয় রান্না ঘরে পানি প্রবেশ করার অনেক বাড়িতে রান্না করতে পারেনি। এমনটাই অভিযোগ করছিলেন বাকীর মোড়ের এক গৃহীনি মনোয়ারা বানু। তিনি বলেন, শুধু শোয়ার ঘরে নয়, রান্না ঘরেও পানি প্রবেশ করায় তিনি দুপুরে রান্না করতে পারেননি। আগের দিনের খাবার তারা দুপুরে খেয়েছেন বলে উল্লেখ করেন। জলাবদ্ধতার কারন হিসেবে ড্রেনের বেহাল অবস্থাকে দায়ী করেন তিনি।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বর্নালীতে গেলে রিক্সা চালক আব্দুল কাউয়ুম বলেন, মেডিকেল গেঠে প্রবেশ করতে গেলে মোটরে মধ্যে পানি প্রবেশ করছে। এতে করে প্রায়ই তাদের মোটর নষ্ট হচ্ছে। মেডিকেলে আসা রোগরি স্বজন আবু তালেব, সাইফ আলী, গোলাম মামুন, ইসাহাকসহ আরো অনেকে বলেন, সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতা কেন। একটি পরিস্কার পরিচ্ছন্ন শহরে এমনটা তারা আসা করেন না। মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে গেলে বিশেষ করে নারীদের পরনের কাপড় ভিজে যায়ে। ড্রেন এবং বৃষ্টি পানি একাকার হয়ে যাওয়ায় কাপড় নষ্ট হচ্ছে। সেইসাথে পায়ে চুলকানী দেখা দিচ্ছে বলে উল্লেখ করেন তারা। নগরবাসী ও আগত ব্যক্তিরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থ্ াসুন্দর করার আহ্বান জানান।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুুপর পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৪৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুস সালাম।