নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ২৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী শিউলী বেগমের নিজ বাড়ি পূর্ব ধরমপুরের জামায়াত শিবিরের বহিস্কৃত সন্ত্রাসী কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে লুটপাট করেছে বলে জানা গেছে। ৬আগস্ট মঙ্গলবার রাত ৯টায় অত্র মহল্লার কিশোর গ্যাং এর প্রধান আব্দুল খালেক এর ছেলে আলামিন ও অনিক ৪০-৫০জনকে নিয়ে এই হামলা করেছে বলে জানান শিউলী বেগম। তিনি বলেন, হঠাৎ করে ঐ সন্ত্রাসীরা তার কাড়ি এসে দরজা খুলে দিতে বলে। কিন্তু তিনি দরজা খুলতে অস্বীকার করলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং দেশ স্বাধীন করেছি বলে স্লোগান দিয়ে বাড়িতে হামলা চালায়।
শিউলী আরো বলেন, সন্ত্রাসীরা জোর সাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তিনি বাধা দিতে গেলে আলামিন গংরা তাকে শারীরিকভাবে আঘাত করে। এরপর তারা ভবনের মধ্যে প্রবেশ করে প্রতিটি ঘরের তালা ভাঙ্গে। সেইসাথে শোকেজ, টেবিল ও দরজা ভাঙ্গচুর করে। সেইসাথে তারা একটি বড় ফ্রিজ, ডিজিটাল টিভি, বাইসাইকেল দুইটি, গ্যাসের সিলিন্ডার দুইটি, গাসের চুলা একটি ও নগদ অর্থ এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে যায় বলে জানান শিউলী। পণ্যসহ সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত তারা ক্ষতি করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, আলামিনরা তাদের প্রানে মেওে ফেলার হুমকী দেয়। এখনো তারা হুমকী অব্যাহত রেখেছে বলে জানান শিউলী। তিনি বলেন, থানা চালু হলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হবে। স্থানীয় জামায়াত নেতারা তাঁর বাড়ি পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন শিউলী।