রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী ওয়াসা’র নির্বাচনে সভাপতি সফিকুল,সাধারণ সম্পাদক ইকবাল বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ খেলাধুলার মাধ্যমে মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখা সম্ভব:মিলন রাজশাহী মহানগর যুবদলের ১৩নং ওয়ার্ডের কর্মী সভা চারঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুস সালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল নওহাটা গ্রীন অটোব্রিকস এর চুক্তিভিত্তিক ৪০ শতাংশ মালিকানা পরিবর্তন ও আনুষ্ঠানিক উদ্বোধন কোকোর মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির খাবার ও কম্বল বিতরণ রাজশাহীতে মাসব্যাপি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাড়িতে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন পবায় একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

রুয়েটের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের দাবীতে রুয়েট ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ রুয়েটের সার্বিক সংস্কারের লক্ষ্যে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১২ দফা দাবী সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বেলা ১১টায় শিক্ষার্থীরা এই স্মারলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। তারা বলেন, এক দিনের মধ্যে সকল প্রকার দলীয় রাজনীতি মুক্ত রুয়েট ঘোষণা করে বিজ্ঞপ্তি দিতে হবে এবং একই সাথে প্রতিটি আবাসিক হল থেকে পৃথক পৃথকভাবে রাজনীতি মুক্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিতে হবে। ভবিষ্যতে দলীয় রাজনীতি প্রবেশের সুযোগ করে দিতে পারে এমন অরাজনৈতিক সংগঠন গুলো যেমনঃ ছাত্র-সংসদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ইত্যাদি কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তারা উল্লেখ করেন রুয়েটের উন্নয়নকে ত্বরান্বিত করতে দেশের মতো রুয়েটের সকল স্তরে সংস্কার জরুরী, যা ছাত্রদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সে লক্ষ্যে রুয়েটের সকল প্রশাসনিক পদে নিয়োগকৃত শিক্ষকদের এক দিনের মধ্যে অব্যহতি দিয়ে পুনরায় শিক্ষার্থীদের পছন্দকৃত ছাত্রবান্ধব শিক্ষকদের নিয়োগ দিতে হবে। বর্তমানে দায়িত্বরত সকল হল প্রভোস্ট ও অ্যাসিস্টেন্ট প্রভোস্টদের এক দিনের মধ্যে অব্যহতি প্রদান করতে হবে এবং পরবর্তীতে এসকল পদসমূহে শিক্ষক নিয়োগ প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে নিয়োগ দিতে হবে।

যে সকল নিয়োগ নিয়ে বিভিন্ন জাতীয় পর্যায়ের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে তারা সহ ইতোপূর্বে সংগঠিত সকল প্রশ্নবিদ্ধ নিয়োগ দ্রুততম সময়ে তদন্তের মাধ্যমে বাতিল করতে হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়োগ প্রদানের ঘটনা ইতোপূর্বে সকলের দৃষ্টিগোচর হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অস্ত্র হাতে হামলা করতে বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে। তাদের তিন দিনের মধ্যে স্থায়ী বহিষ্কার ঘোষণা করতে হবে। সেই সাথে সকল প্রকার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যেমনঃ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইত্যাদি।

এক দিনের মধ্যে গণহত্যার প্রতি নিন্দা ও ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিবৃতি প্রকাশ করতে হবে। গণহত্যায় জড়িত ব্যক্তিবর্গের নামে কোন হলের নামকরণ করা যাবে না। আবাসিক হলগুলোর বর্তমান অ্যালোটমেন্ট বাতিল করে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে পূর্নবিন্যাস করতে হবে। হলগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।
সকল পরীক্ষার বিস্তারিত ফলাফল, হল সমূহের কোন সিট কার নামে বরাদ্দ আছে ইত্যাদি তথ্য ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করতে হবে। ক্লিয়ারেন্স, সেমিস্টার ফিস, লাইব্রেরির জরিমানা, ডিপার্টমেন্টের বার্ষিক চাঁদা, আবাসিক হলের বিল, শিক্ষা শাখার বিভিন্ন কাগজপত্র, প্রোভিশনাল সার্টিফিকেট ইত্যাদি পরবর্তী অনধিক তিন (০৩) মাসের মধ্যে অটোমেশন সিস্টেমের আওতায় এনে কার্যকর করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন বিল বা ফিস প্রদানের জন্য বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য অনলাইন ব্যাংকিং এর ব্যবস্থা করা যেতে পারে।
রুয়েটের সকল প্রকার টেন্ডার স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি টেন্ডার এবং বাজেট বিষয়ক সকল তথ্য ওয়েবসাইটে নিয়মিত আপডেট করতে হবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় রোলের পরিবর্তে কোডের ব্যবস্থা করতে হবে।পরবর্তী এক মাসের মধ্যে বিভিন্ন অফিশিয়াল কাগজে (যেমনঃ পরীক্ষার খাতা, রেজিস্ট্রেশন ফর্ম, প্রবেশপত্র, গ্রেডশিট) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত সকল ডিগ্রী অন্তর্ভুক্ত করতে হবে।

প্রতি একাডেমিক বর্ষে অনুষ্ঠিত ব্যাকলগ, সুপারলগ পরীক্ষায় পূর্বের নিয়ম বাতিল করে সর্বোচ্চ ৩টি বিষয়ের পরিবর্তে ৫টি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করে দিতে হবে এবং উক্ত পরীক্ষার সর্বোচ্চ গ্রেডিং-এ ৩.০০ এর পরিবর্তে ৩.২৫-এ উন্নীত করতে হবে। রুয়েটের শিক্ষা শাখাসহ বিভিন্ন দপ্তর থেকে সেবা গ্রহন করতে গিয়ে রুয়েটে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং অ্যালামনাইদের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধান প্রকল্পে রুয়েটের বিভিন্ন দপ্তরে অভিযোগ বাক্স রাখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা যদি কোন শিক্ষক বা শিক্ষার্থী কোন সুবিধা নিতে গিয়ে লাঞ্ছনার বা অবহেলার প্রমান পাওয়া যায় তবে এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত ব্যক্তির শাস্তির ব্যবস্থা করতে হবে।

অনেক ক্ষেত্রেই (যেমনঃ উচ্চশিক্ষা) বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাগজ-পত্র (যেমনঃ প্রত্যয়ন পত্র, মূল সার্টিফিকেট) উত্তোলনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে উত্তোলন ফি কমিয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফি অনুসরণ করে নামমাত্র মূল্যে প্রদান করতে হবে। ডঊঝ এর ক্ষেত্রে ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে চার্জবিহীন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রুয়েটে নির্মাণাধীন হলগুলোর সকল কাজ পরবর্তী তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং প্রশাসনিক ভবন গুলোর নির্মাণ কাজ পরবর্তী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে উক্ত প্রকল্প সমূহের সময়সীমা একাধিকবার অতিক্রম করেছে। ছাত্র জনতার অভ্যত্থানে শহীদদের স্মরণে একটি স্থাপনা তৈরি করতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসার জায়গা এবং পাবলিক টয়লেট তৈরি করতে হবে। খাবারের দোকান সমূহের জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে ও খাবারের মান উন্নয়ন, দাম এসব একটি নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে।

সকল স্থাপনায় (যেমনঃ প্রশাসনিক, একাডেমিক, লাইব্রেরি, হল) পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। রুয়েটে পর্যাপ্ত সুযোগ-সুবিধার (যেমনঃ স্টেশনারী দোকান, সেলুন, লন্ড্রি, ভ্যারাইটি স্টোর, ফার্মেসী) ব্যবস্থা করতে হবে।

অতিসত্বর রুয়েটে একটি উপযুক্ত মন্দির স্থাপন করতে হবে। লাইব্রেরি সম্প্রসারণ, বইয়ের সংখ্যা বৃদ্ধি ও নতুন বই আনার ব্যবস্থা করতে হবে। একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরী, সাহিত্য ইত্যাদি বই রাখতে হবে। ইনোভেশন হাব ব্যতিত কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সকল ফ্লোর লাইব্রেরির জন্য বরাদ্দ করতে হবে যেন লাইব্রেরি সম্প্রসারণে কোন বাঁধা তৈরি না হয়।

চলমান শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য তার একাডেমিক থিসিস কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক অনুদান প্রদান করতে হবে। রুয়েটের প্রতিটি একাডেমিক বিল্ডিং-এ ছেলে ও মেয়েদের আলাদা আলাদা নামাজের জায়গার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধর্মের আচার অনুষ্ঠানগুলো পালনের সুব্যবস্থা করতে হবে। এসকল দাবি আদায় না হওয়া পর্যন্ত রুয়েটের কোনো শিক্ষার্থী কোনোরকম একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin