নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের স্বৈরাচার পতনের দিনে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়। কারন রাজশাহী মহানগরের বিভিন্ন থানা পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। এ সময়ে তারা আত্মগোপনে চলে যান। প্রায় এক সপ্তাহ পরে পুলিশ মাঠে নেমেছেন। রোববার বিকেলে তাদের রাজশাহী সিটিহাট এলাকায় টহল দিতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে শাহ্ মখ্দুম জোনের ডিসি নুরে আলম সিদ্দিকি বলেন, তারা রোববার পবার বিভিন্ন এলাকা, সিটিহাট, নওদাপাড়া বাস টার্মিনাল সহ অত্র জোনের বিভিন্ন এলাকায় যান।
কোন সমস্যা আছে কিান জানতে চাইলে তিনি বলেন, কোন সমস্যায় তারা পড়েননি। উপরোন্ত জনগণ তাদের সহযোগিতা করছেন এবং তাদের নিকট নানা ধরনের সমস্যার কথা বলছেন। তিনি আরো বলেন, কিছু সমস্যা ছিলো এটা সবাই জানেন। ঐ সকল সমস্যা দুর করে পুলিশ বাহিনী আবারও ঘুড়ে দাঁড়াবে এবং জনগণের সেবা করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।
শাহ্ মখ্দুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আরএমপির প্রায় সকল থানা পুড়লেও তার থানা ভাঙ্গচুর কিংবা আগুনে পুড়ে নাই। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত অন্যান্য পুলিশ সদস্যরা কাজে যোগদান করবেন। সেইসাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। গুজবে কান না দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।