নিজস্ব প্রতিবেদক: কোটা বৈষম্য আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা আন্দোলনে ছাত্র-জনতা সহ সকল শহীদ ও অসুস্থ ব্যক্তিগণের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর ১নং হল রুমে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহীর আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বার সমিতির সভাপতি এডভোকেট আবুল কাশেম।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি মজিজুল হক, সানোয়ার কবির খান ঈসা, জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক রানা, ইমতিয়ার মাসরুল আল আমিন, হিসাব সম্পাদক আদীব ইমাম ডালিম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক মাহবুর জুবেরী রাজু, প্রেস এন্ড ইনফরমেশন শাহ জাহান আলী ফাহিম, ম্যাগাজিন এন্ড কালচার এস.এম জ্যোতিউল ইসালাম সাফি, সদস্য- ইয়াসিন আলী, অলিউল ইসলাম, সাহাবুর রহমান, সাদেক মিয়া, ফাইসাল আলম নয়ন, নাবিলা রিজভী, হুমায়ুন কবির শাম্মী, জান্নাতুল ফেরদৌস রুপু ও জাকির হোসেন।
এছাড়াও বিএনপি রাজশাহী মহানগনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর শাখার সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম, এডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, এডভোকেট মাহমুদুর রহমার রুমন, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমী ও সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এজাজুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল-আমিন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, এডভোকেট সোহাগ বান্না ও সিরাজুল করিম মাসুমসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।