নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্তি থাকে সেই দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক।
তবে পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক খালেক নিজেকে অসুস্থ দাবি করেন। তিনি সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে এ বিষয়ে একটি আবেদন পাঠিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন রাজশাহী কলেজে ৪ অক্টোবর ২০২১ সালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেছিলেন। তিনি ২০০৮ সাল হতে ক্রনিক লিভার ডিজিজ(সিএলডি) ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহন করে আসছেন।
বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যাধিক মানসিক চাপ অনুভব করার তার শারীরিক সদস্যা দেখা দিচ্ছে, যা একজন সিএলডি আক্রান্ত রোগির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় তার পক্ষে এতো চাপ নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর কোন সরকারী কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে শুধুমাত্র শিক্ষক হিসেবে পদায়ন করার কথা উল্লেখ করেন তিনি।