নিজস্ব প্রতিবেদক: ৫আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে এক দফায় রুপ নেয়। এই আন্দোলন দমাতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দমন নিপিড়ন ও হত্যাযজ্ঞ চালায়। এতেও তার শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা ৫আগস্ট জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর শুরু হয় আনন্দ মিছিল। সেইসাথে এক শ্রেণির মানুষ ও উৎসুক জনতা থানা থেকে শুরু করে সরকারী-বেসরকারী বিভিন্ন স্থাপনা ও আওয়ামী নেতাদের বাড়িঘর ও কার্যালয় সমুহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।
ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের কারনে পুরে ছাই হয় সকল প্রকার কাগজ ও আসবাবপত্র। এগুলো পরিস্কারে নেমেছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের সহযোগিতা এগিয়ে এসেছে রাজশাহীতে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণ। তারা গতকাল সিএন্ডবি মোড় ও আরএমপি সদর দপ্তর পরিস্কার পরিচ্ছন্ন করেন। এসময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, কোষাধ্যক্ষ জুলি ও শিল্পিসহ অন্যান্য সদস্যরা।
মোহনা বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ শুধু পরিস্কার পরিচ্ছন্নতা কাজেই নয়, তারা ট্রাফিকিং ও বাজার মনিটরিং কাজেও সহযোগিতা করছেন। তারা দেশের যেকোন ভাল কাজে সবার সাথে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।