নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ৮টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন এর নেতৃত্বে পবার খড়খড়ি বাইপাস মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক ছাত্র নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মিছিল পরবর্তী সমাবেশে আলামিন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই অন্তবর্তীকালীন সরকারে এসেছেন। আওয়ামী লীগের সভাপতি সাবেক ফ্যাসিস্ট ও স্বৈরাচার খুনি হাসিনার দল নিয়ে প্রসংসা করেছেন। অথচ ঐ খুনি হাসিনার হাত থেকে এখনো বাংলাদেশেল ছাত্র-জনতার রক্ত শুকাইনি। অথচ রক্ত খেকো হাসিনার দলের হয়ে তিনি ওকালতি শুরু করেছন। এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে দ্রুত সময়ে মধ্যে অন্তবর্তীকালিন সরকার থেকে বাদ দাবী দেয়ার জানান। দাবী না মানলে আবারও ছাত্রদল জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারী দেন তিনি।