নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে চলমান আদিবাসীদের উপর হামলা, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙ্গচুর, সম্পদ লুটপাট, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজেয়োর, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাও, সুবোদ মাহাতো, জ্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, জ্যাপ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি ছোটন সরদার ও সাধারণ সম্পাদক রবিন হেম্ব্রম, আদিবাসী নারী নেত্রী গোগ্রাম ইউপি সাবেক সদস্য জুলিতা কিস্কু, গোগ্রাম ইউপি সাবেক সদস্য শুধির চন্দ্র উরাও, আদিবাসী পাহাড়িয়া নেতা অভিলাষ বিশ^াসসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, তারা শান্ত এবং নিরিহ মানুষ। তারা কোনদিন কারো ক্ষতি করে না। তারা সাধারণ জীবন-যাপন করে। কিন্তু তাদের উপরে প্রতিনিয়ত হামলা ও নির্যাতন হয়েই আসছে। তারা বলেন, এই দেশ স্বাধীন করতে আদিবাসীরা আত্মাহুতি দিয়েছে। কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু তারা এখনোও নিড়িরিত হয়ে আসছে।
বক্তারা আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। কিন্তু এই সময়ে তাদের উপরে চলছে হামলা, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ও লুটপাট। রাত আসলেই তাদের উপরে নেমে আসছে নির্যাতন। প্রতিনিয়ত তারা হুমকীর মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, গোগ্রামের সহদেব পান্নার দোকান ঘর লুট ও ভাঙ্গচুর করেছে।
এছাড়াও পাকড়ী এলাকার গনেশ কিস্কুর মোটর সাইকেল ও বাড়ীতে লুট, চম্বক নগরে এক মুক্তিযোদ্ধার বাড়ি লুট, ভুদেব সরকারকে মারপিট, জুলিতা কিস্কুর জমি দখল, জুগি ডাইংএ চারটি বাড়ি ভাঙ্গচুর, আদিবাসীদের পুকুর থেকে মাছ লুট ও নিমকুড়িতে আটটি গরু লুট করে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তারা। তারা তাদের জান-মালের রক্ষায় জেলা প্রশাসক ও আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেন।