নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় এক চায়ের দোকান সামনে কাফনের কাপড়ের টুকরা, গোলাপ জল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে নওহাটা পৌর এলাকার পাইকপাড়া গ্রামের ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুলের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন কে বা কাহারা।
এছাড়াও আরো চার আওয়ামী লীগ সমর্থিত নেতার বাড়ির সামনে এসব কাফনের সামগ্রী রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউল। প্রতি জনের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতওে করে এসব ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা।
এবিষয়ে ইনতাজের মোড়ে অবস্থিত সালমান স্টোরের সত্ত্বাধিকারী মিনারুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপ জল, চারটি শপিং ব্যাগের ভেতর ছোট কাগজের টুকরোতে চারটি (আ, আ, ম, জ) অক্ষর ও চার টুকরো কাফনের কাপড়ে লাল কালি দিয়ে গুণ চিহ্ন দিয়ে ফেলে রেখে যায়। এতে এলাকাবাসী সবাই আতঙ্কে রয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলছে। এলাকাবাসীকে আতংকিত না হয়ে ধৈর্য্য ধারণের অনুরোধ জানান তিনি। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জানেত চাইলে পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিকটিমরা পাবা থানায় লিখিত অভিযোগ করে গেছেন। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।