নিজস্ব প্রতিবেদক: পবার হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ও পাড়ায় মহল্লায় ৫আগস্ট পরবর্তী সন্ত্রাসীদেও দ্বারা আক্রান্ত হওয়ার পর্যায়ে যাচ্ছে। এ নিয়ে সাধারণ জনগণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। ঐ সকল লোকদের পাশে দাঁড়ানো এবং জনগণকে স্বস্তি ও অভয় দিতেই তারা এই মতবিনিময় সভা করছেন।
সভায় সভাপতিত্ব করেন ২নং হুজুরি পাড়া ইউনিয়ন বিএনপি, ভারপ্রাপ্ত আহ্বায়ক। উপস্থিত ছিলেন হুজুরপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, বেলাল উদ্দিন ও গোলাম মুজাহিদ, সদস্য গোলাম দস্তোকি রানা, কৃষক দল রাজশাহী জেলা শাখার সদস্য তাইজুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহা: মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল্লা, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমান আলী, সাধারণ সম্পাদক, জাহিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি আলামিন ইসলাম, নওহাটা পৌরসভা ছাত্রদল নেতা ইসাহাক আলী, ইউপি সদস্য সহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য, আব্দুল হাকিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলশাদ আলী।
এছাড়াও ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নওশাদ আলী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রেজা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, রাজশাহী জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক ওহাব আলী, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিঠন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান বধু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাইদুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ও আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি ওয়ার্ডে এই ধরনের মতবিনিময় সভা করা হবে বলে জানান তারা।